ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইএসইসি প্রকল্প

যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

কক্সবাজারে যুবক ও যুবতীদের জন্য দক্ষতা ও অর্থনৈতিক উন্নয়ন সুযোগবিষয়ক (আইএসইসি) প্রকল্পের অধীনে দক্ষ যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা রিসডা-বাংলাদেশ এর আওতাধীন রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি, কক্সবাজার শাখার ক্যাম্পাস প্রাঙ্গণে এটুআই ও রিসডা-বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিসডা-বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (আইএসইসি) প্রকল্প এমএ আখের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, স্টেটেজি ও ইনোভেশন স্পেশালিস্ট আসাদ উজ জামান, ইউএনডিপির সিনিয়র গর্ভমেন্ট স্পেশালিস্ট সালেহা তাসনীম হকসহ প্রশিক্ষণার্থী ও শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত