ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর নজরদারি

ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর নজরদারি

ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর নজরদারি চালাচ্ছে দেশটির গোয়েন্দারা। পাশাপাশি, নজরদারির আওতায় আছে প্রার্থীদের সমর্থকরাও। গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইরানের গোয়েন্দা দপ্তর। খবর তাসনিম নিউজ এজেন্সির। কেউ উগ্রবাদ প্রচার করলে বিচারের মুখোমুখি হতে হবে, দেয়া হয় এই হুঁশিয়ারিও। দেশটির প্রেস সুপারভাইজরি বোর্ড নির্বাচন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। যেখানে বলা হয়, নির্বাচন বয়কট, অপপ্রচার, অনুমতিহীন প্রতিবাদণ্ডসমাবেশ ও ধর্মঘট বিবেচিত হবে অপরাধ হিসেবে। যার শাস্তিস্বরূপ অপরাধীকে মারা হবে ৭৪ দোররা। উল্লেখ্য, আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন ৮০ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত