সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহাসড়কে লিচু ব্যবসায়ী আব্দুল গাফফার (৬৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব-১২। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, নাটোরের দিয়া সাতুরিয়া গ্রামের সাইদুর রহমান (২৮), একই এলাকার গাজীপুর গ্রামের আজিজুল হক (৪৮), কাঠাল বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক (৪৫), বড় বাড়িয়া গ্রামের মতিউর রহমান (৪৩), টাঙ্গাইলের কুটিবাড়ী চাঁনপুর গ্রামের সুজন মিয়া (২৯) ও ময়মনসিংয়ের বিটিবাড়ী গ্রামের উজ্জ্বল হোসেন (৩৪)। র্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ জুন লিচু ব্যবসায়ী হেলাল ও আব্দুল গাফফার পাবনার দাশুড়িয়া এলাকা থেকে লিচু ক্রয় করে ট্রাকযোগে সিরাজগঞ্জের দিকে আসছিল। এ ট্রাকে আরো ৬-৭ জন লোক গরু ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে উঠে পড়ে। ওইদিন রাতে নাটোরের কাঁচিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর তারা লিচু আত্মসাতের উদ্দেশ্যে ওই দুই লিচু ব্যবসায়ীর হাত-পা, চোখ বেঁধে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে গভীর রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় তাদের ট্রাক থেকে ফেলে দেয়া হয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে যায় এবং তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গাফফারকে মৃত ঘোষণা করেন। সে নাটোরের গুরুদাসপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। এ ব্যাপারে আহত লিচু ব্যবসায়ী হেলাল শেখ বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় র্যাবের ছায়া তদন্তে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও তাদের গ্রেপ্তার করা হয় ।