নির্বাচনি সহিংসতা
সিরাজগঞ্জে শিক্ষক নিহতের ঘটনায় মামলা
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচনি সহিংসতায় শিক্ষক মাসুদ রানা নিহতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলা নির্বাচনে চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলেন ওই শিক্ষক। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণার পর রাতে মাসুদ রানা বাড়ি ফেরার পথে বলরামপুর বাজারে তিনি পরাজিত তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়। আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে মধ্য রাতে তিনি মারা যান। তিনি কামারখন্দের শালবরিশার বিকেইউ হাই স্কুলের শিক্ষক ছিলেন। নিহতের স্ত্রী বৃহস্পতিবার ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগটি মামলা রেকর্ড করা হয়েছে। এ অভিযোগে একজন পুলিশ সদস্যর নাম থাকায় মামলা রেকর্ড করতে বিলম্ব হয়েছে বলে দাবি করেছে বাদী পক্ষ। এদিকে ওই শিক্ষকের মৃত্যু নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে নানা প্রশ্ন উঠেছে।