মুক্তিযোদ্ধার জমির ধান কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামে বীর মুক্তিযোদ্ধার জমি থেকে ধান কেটে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী নেতার লোকজনের বিরুদ্ধে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে তারা জমিতে ধান রেখে চলে যায়। ওই গ্রামের মিজানুর রহমান জুয়েল সাংবাদিকদের জানান, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৯১ সালে ৪১ শতাংশ জমি ক্রয় করেন এবং এ জমির খাজনা দিয়ে প্রায় চার যুগ ধরে আমরা ভোগদখল করছি। তবে প্রতিপক্ষ প্রভাবশালী আহসান হাবীব সোহেলসহ ছয় থেকে সাত ব্যক্তি ওই জমি দখলের জন্য চেষ্টা করছে। এ জমির খাজনা খারিজ বাতিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর মিসকেসও করেছেন। কিন্তু নামজারির ৩০ দিনের মধ্যে আপিল করার কথা থাকলেও প্রতিপক্ষ ১২ থেকে ১৩ বছর পর আপিল আবেদন করলে সহকারী কমিশনার ভূমি আগের নামজারিটি বহাল রাখার সিদ্ধান্ত দেন। গত শুক্রবার সকালে লোকজন নিয়ে তারা জমিতে ধান কাটতে শুরু করে। পরে ৯৯৯ লাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ধান কাটা বন্ধ করে চলে যায়। এ ঘটনায় তদন্তসাপেক্ষে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এদিকে আহসান হাবীব সোহেল দাবি করেন, তারা ওই জমিতে ধান রোপণ করেছেন এবং এ ধান কাটতে গেলে পুলিশ আসার পর ধানকাটা বন্ধ দেয়া হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বলেছেন, ৯৯৯ এ সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধানকাটা বন্ধ করে দেয়। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।