সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
স্বর্ণালংকারসহ মালামাল লুট
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কুয়েতপ্রবাসী ফারুক হোসেনের বাড়ির বারান্দার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে বেঁধে রেখে আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণাংলকার ও নগদ টাকা নিয়ে গেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি নতুনপাড়ার ওই কুয়েত প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর ধরে ফারুক কুয়েতে চাকরি করছেন এবং তার ওই ইউনূস ভিলা বাড়িতে স্ত্রী, মেয়ে ও শ্যালকসহ তিন থেকে চারজন বসবাস করছেন। শনিবার গভীর রাতে চার থেকে পাঁচজনের একদল ডাকাত বারান্দা ও জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে। ডাকাতরা ঘরের ভৈতর ঢুকে তার স্ত্রী ও মেয়েসহ তিনজনের মুখ ও হাত-পা বেঁধে নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ১৬ ভরি স্বর্ণাংলকার নিয়ে যায়। ডাকাতরা এ সময় অন্যান্য আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে যায়। প্রবাসীর স্ত্রীসহ দুজন ভয়ে অসুস্থ হওয়ায় তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এটি ডাকাতি নয়, বাড়ির বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়ির মূল গেট তালা দেয়া থাকলেও ভেতরের দরজা খোলা থাকায় এবং ফাঁকা জায়গায় বাড়িটি হওয়ায় অনায়াসে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এখনো কোনো অভিযোগ আসেনি। তবে পুলিশের বিশেষ তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।