ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দেশে বছরে ব্রেন টিউমারে আক্রান্ত হন ২০ হাজার মানুষ

দেশে বছরে ব্রেন টিউমারে আক্রান্ত হন ২০ হাজার মানুষ

দেশে প্রতি বছর ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর বিপরীতে বাংলাদেশে প্রতি বছর ৩ হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে বলে জানান তারা। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা এ তথ্য জানান। সেমিনারে বৈজ্ঞানিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা. কেএম আতিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সুমন রানা ব্রেন টিউমারের ওপর পৃথক তিনটি পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে জানানো হয়, উন্নত বিশ্বে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৫ জন ব্রেন টিউমারে আক্রান্ত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত