ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক সভা হয়েছে। ‘স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্য সামনে রেখে গত শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. জান্নাত আরা হেনরী। পরে ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার প্রতিপাদ্য হিসেবে সকল ভূমি অফিসকে স্মার্ট সেবার ব্যবস্থা করতে হবে। ইউনিয়ন ভূমি অফিসগুলোতে স্মার্ট ভূমিসেবা দিতে হবে। এছাড়া ভূমি অফিসে কোনো ব্যক্তি এসে যাতে সেবার নামে হয়রানি এবং দালাল দ্বারা কোনো হয়রানি না হয়, সেদিকে নজর দিতে হবে। সরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে- ভূমিসেবা ডিজিটালাইজেশন। এতে কোনো নগদ লেনদেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোনো সময় ক্ষেপণ ও হয়রানিমুক্তভাবে ভূমি অফিস থেকে সেবা নিতে পারছেন। সময়ের ব্যবধানে স্বশরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন। এ সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান প্রমুখ। এ সভায় উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত