যমুনা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চর এলাকার জাকির হোসেন ও তবারক আলী। এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশ অমান্য করে যমুনা নদীর খাসপুকুরিয়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে এ বালু উত্তোলন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উল্লেখিত এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তাদেরকে ৪ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে ভূমি উপসহকারী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।