প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

চৌহালী উপজেলাকে ভূমিহীন ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় ধাপে উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম, অধ্যক্ষ মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হেকমত আলী, আইসিটি অফিসার সম্পা কর্মকার, সাংবাদিক রফিক মোল্লা, রোকনুজ্জামান রকু, ইদ্রিস আলী, মাহমুদুল হাসান, আল ইমরান মনু, শাকিল আহমেদ ও আল ইমরান আপন প্রমুখ। এ সংবাদ সম্মেলনে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) ঘরের চাবি হস্তান্তর করা হবে এবং চৌহালীর চরাঞ্চলে ১২৭টি পরিবারকে পুনর্বাসন করা হবে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার সংবাদ সম্মেলনে বলেন, স্বপ্নপূরণে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) আজ সারা দেশের ন্যায় চৌহালী উপজেলায় উপকারভোগী ১২৭টি পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করে ভূমিহীন উপজেলা ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।