কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। দুপুরে একই সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি বলেন, আমাদের সবাইকে জনপ্রতিনিধি হিসেবে নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কালীগঞ্জে উৎস কর বৃদ্ধির ফলে রাজস্ব আদায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি সংসদের কথা বলার পর উৎস কর কমানো হয়েছে। কালীগঞ্জ থানাকে একটি আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তুলতে হবে এবং আইনশৃঙ্খলার অবনতিরোধে পুলিশের টহল জোরদার করতে হবে।