আনন্দিত সবাই

সিরাজগঞ্জে ১৭৪ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে দুটি উপজেলার চরাঞ্চলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিলসহ প্রধানমন্ত্রীর উপহারের ১৭৪টি ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন এবং ওই দুটি উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী সবার জন্য আবাসন নিশ্চিত করতে আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের (দ্বিতীয় ধাপে) চৌহালী উপজেলায় ১২৭টি পরিবারের হাতে দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফারক হোসেন, ওসি শ্যামল কুমার দত্ত, পিআইও হেকমত আলী, আওয়ামী লীগ নেতা মোল্লা বাবুল আক্তার ও ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ প্রমুখ। একই সময় বেলকুচি উপজেলায় ৪৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির দলিলসহ ঘর উপহার পেয়েছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, আওয়ামী লীগ নেতা দেলখোশ আলী প্রামাণিক, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে ওই দুটি উপজেলার ১৭৪টি পরিবার আনন্দিত।