ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিন্ডিকেটে বিশ্বাস করি না দায়ীদের ছাড় নয়

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
সিন্ডিকেটে বিশ্বাস করি না দায়ীদের ছাড় নয়

মালয়েশিয়ায় বিপুলসংখ্যক কর্মী যেতে না পারার পেছনে যারাই সিন্ডিকেট করে থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমরা সিন্ডিকেট এলাউ করব না। রিক্রুটিং এজেন্সি যারা অনুমোদিত সবাই কাজ করবে। আমরা চাই, সবাই কাজ করুক, সবার জন্য খোলা থাকুক। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না।’

কর্মীদের যেতে না পারার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাধাগ্রস্তরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কাউকে ছাড় দেব না। যাদের কারণে ভাবমূর্তি নষ্ট তাদের কোনো দিন ছাড় দেব না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের বিষয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘টাকা ফেরত পাওয়ার ব্যাপারে আমরা বসব। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া যায়।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এখন অবধি মালয়েশিয়া যেতে না পারা ৩ হাজার কর্মী অভিযোগ করেছেন। আবেদন করার শেষ সময় যদিও ৮ জুন বলা হচ্ছে, এখনো আবেদন আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত