রোহিঙ্গা ক্যাম্পে এক আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত যুবক সৈয়দ আমিন (৩৫), ওই ক্যাম্পের এ/৪ বক্লের আহমেদের ছেলে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, দুপুরে হঠাৎ করে কিছু লোক সৈয়দ আমিনকে পিটিয়ে আহত করে। আহত যুবককে উদ্ধার করে ক্যাম্প-সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।