ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় কাঁচা ঘাস খেয়ে ২৬ গরুর মৃত্যু

নেত্রকোনায় কাঁচা ঘাস খেয়ে ২৬ গরুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় কাঁচা ঘাস খেয়ে এক খামার মালিকের ২৬টি গরুর মৃত্যু হয়েছে। এতে খামারির ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযীদ অ্যাগ্রো ফার্মের ২৬টি গরু গত কয়েকদিনে অসুস্থ হয়ে মারা যায়। এছাড়া আরো বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন খামার মালিক জাহেরুল ইসলাম। তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরেই তার খামারের গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। গত রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি গরু মারা গেছে। আরো অনেক গরু অসুস্থ। খামারে থাকা সবগুলো ষাঁড় গরু কোররানি উপলক্ষ্যে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত