ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইফার উদ্যোগে ওলামা প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জে ইফার উদ্যোগে ওলামা প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদকাশক্তি নির্মূল ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক ওলামা মাশায়েখ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ওই ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামসুল আজম, ওই ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ইমাম, মুয়াজ্জিম, খতিব ও উলামায়ে কেলামগণ মুসলিম ধর্মানুসারীদের নেতা। সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাসক্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমামদের সজাগ হতে হবে। এ কাজে জনগণকে অবহিত ও সতর্ক করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি। এ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও প্রসার ঘটাতে হবে। এতে একটি শিশু ও নারী আর কোনো সহিংসতা ও নির্যাতনের শিকার না হয়।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত