ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর এ শহীদ বড় ময়দান

পরিদর্শনে হুইপ ইকবালুর রহিম
ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর এ শহীদ বড় ময়দান

পবিত্র ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ গতকাল সকালে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি বলেন জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য তিনি দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর। মুসল্লিদের আনা নেয়ার কাজে ব্যবহার করা হবে এই ট্রেন। মুসল্লিদের নামাজে যেন কষ্ট না হয় এ কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। ওজুর ব্যবস্থা করেছি। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আইনশৃঙ্খলা ও মুসল্লিদের নিরাপত্তা। এ ব্যাপারে পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহীনিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করছে। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে শহরে বিভিন্ন হোটেল, মেসসহ বিভিন্ন জায়গায় তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে এবং সুষ্ঠুভাবে যেন নামাজ সম্পন্ন হতে পারে সেই জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত