আত্রাইয়ে ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে আগুনে ভস্মীভূত

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আহসানগঞ্জ হাটে অভিযান চালিয়ে জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, আহসানগঞ্জ হাটে ব্যাপকহারে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাটে বিক্রির সময় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর পর হাটেই আগুনে ভস্মী করা হয়েছে। তিনি আরো বলেন, নদীনালা, খালবিল ও মুক্ত জলাশয়ের দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তার এবং সুরক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি রিংজাল ধরতে অভিযান চলছে।