ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে কলেজছাত্রী অপহরণ

প্রকাশ্যে আসামিরা : মুক্তিপণ চেয়ে হুমকি
চাঁদপুরে কলেজছাত্রী অপহরণ

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী অপহরণের ১ মাস ১৮ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে কলেজশিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে তার চাচা জহির শেখ গতকাল বিকালে চাঁদপুর প্রেস ক্লাব বরাবর লিখিত আবেদন করে কলেজছাত্রীকে উদ্ধারে রিপোর্ট প্রকাশ করা ও প্রশাসনের প্রতি জোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। কলেজছাত্রীকে জোরপূর্বক রাস্তা থেকে অপহরণ করে তুলে নেওয়ার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা হলেও এখনো একজন আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের গোবিন্দা গ্রামের মজিবুর রহমান শেখের মেয়ে মহিলা কলেজের ছাত্রী বাড়ি যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা অভিযুক্তরা অপহরণ করে তুলে নিয়ে যায়। এই ঘটনায় অপহিতা ছাত্রীর চাচা জহির শেখ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) জোরপূর্বক নারী অপহরণ ও সহায়তা করার অপরাধ ধারায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ৫, তারিখ ৩-৫-২০২৪ইং। ঘটনার অভিযুক্ত দক্ষিণ গোবিন্দা গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে মোহাম্মদ জাহিদ গাজী তার সহযোগী ফজল বেগের ছেলে দিন মোহাম্মদ দিনু, মৃত নুরুল হক খানের ছেলে রুবেল খান, হাবিবুর রহমান গাজীর ছেলে হাসান গাজীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হলেও তারা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে দাপটের সাথে। অভিযুক্ত আসামিদের মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকরাম গ্রেপ্তার না করায় জনমনে ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে। মামলার বাদী জহির শেখ জানান, কলেজ থেকে আসার পথে ভাতিজিকে পরিকল্পিতভাবে তারা অপহরণ করে তুলে নিয়ে যায়। মামলার দেড় মাস পেরিয়ে গেলেও এখনো ভাতিজির খোঁজখবর পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে বহুবার বলা হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। আসামিদের সাথে পুলিশের সখ্যতা থাকায় তারা অর্থের বিনিময়ে ঘটনাটি চাপা দিয়ে এমনটি করছে। বাদীর সাথে আলোচনায় ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজারভুক্ত আসামি দীন মোহাম্মদ দিনু চোরা ও রুবেল খান এর পূর্বে ছয়টি গরু চুরি করে নিয়েছে। সেই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হলে তারা ক্ষিপ্ত হয়ে কলেজছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করছে। থানায় মামলা দায়েরের পরও পুলিশি সহযোগিতা না পেয়ে অপহৃতা কলেজছাত্রীর পরিবার এখন হতাশায় দিন কাটাচ্ছে। বাদী জানান, যেকোনো মুহূর্তে অপহরণকারীরা কলেজছাত্রী ভাতিজিকে মেরে ফেলার পাঁয়তারাও করছে। এই ঘটনাটি মামলার তদন্তকারী কর্মকর্তাকে বারবার বলার পরও সে কোনো কর্ণপাত করেছেন না। আসামিদের গ্রেপ্তারে ভুক্তভোগি পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মামলাটি আমার হাতে আসার পর থেকে ব্যাপকভাবে তদন্ত করে আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে। তবে তারা এলাকায় নেই বলে জানতে পেরেছি। এ ঘটনায় বাদী পক্ষ আমাকে কোনো ধরনের সহায়তা করছে না। তারা সহায়তা করলে হয়তো আসামি আটক করা সহজ হতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত