ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঞ্জাবে ১৪৪ ধারা জারি

পাঞ্জাবে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে পাঞ্জাব সরকার এ ধারা জারি করেছে। গতকাল জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দ্য নিউজের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভোটের পবিত্রতা রক্ষার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দেশজুড়ে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিক্ষোভের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তর পাঞ্জাবে এই সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যজুড়ে ২১ থেকে আগামী ২৭ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের সমাবেশ, র‌্যালি, মিছিল, বিক্ষোভ, বৈঠক এই সময় নিষিদ্ধ। এ ছাড়া দপ্তর আরও জানিয়েছে, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা হুমকির কারণে জনসমাগম হলে তা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হতে পারে। উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে কারাগারে আটকে রেখে কিছুদিন আগে দেশটিতে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেউ-ই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বরং ভোটের আগে দলের প্রতীক কেড়ে নেওয়ায় ইমরান খানের দলীয় প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিযোগিতা করে ৯১টি আসনে জয় পান। তবে নানা মারপ্যাঁচে তারাও সরকার গঠন করতে পারেনি। পরে নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজ শরিফের সঙ্গে পিপিপি নেতা আসিফ আলী জারদারি ও বিলওয়াল ভুট্টোর বৈঠক ফলপ্রসূ হলে আরো কিছু শরিককে নিয়ে জোট সরকার গঠন করেন তারা। ওই জোটের সিদ্ধান্তে প্রেসিডেন্ট পদ পান আসিফ আলী জারদারি আর প্রধানমন্ত্রীর পদে বসেন শাহবাজ শরিফ। তবে জেলখানায় থেকেও দেশজুড়ে প্রভাব রেখে চলেছেন অন্তরীণ নেতা ইমরান খান। একাধিক মামলায় জামিন পেলেও এখনো বেশ কয়েকটি মামলায় রায় পক্ষে না আসায় কারামুক্ত হতে পারেননি তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত