অতিরিক্ত পুলিশ মোতায়েন
সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু
গ্রেপ্তার ছয়
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবর্নিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রভাবশালী দু’গ্রুপের সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের কিশোর তামিম হোসেন গালিব ও ফরহাদ হোসেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল তিনে।
এ ঘটনায় পুলিশ উভয় গ্রুপের ছয়জনকে গ্রেপ্তার করেছে। শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রভাবশালী আখের ও সায়েম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে কৃষক সানোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হয় এবং উভয়গ্রুপের ২৯ জন আহত হয়। আহতদের মধ্যে ১৯ জনকে বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদের গত বুধবার বিকালে ঢাকায় নেয়ার পথে কিশোর গালিব মারা যায় এবং একই সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক ফরহাদ মারা যায়। এ ব্যাপারে নিহত সানোয়ার হোসেনের মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ১২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অপর দুইজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।