ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অতিরিক্ত পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু

গ্রেপ্তার ছয়
সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবর্নিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রভাবশালী দু’গ্রুপের সংঘর্ষে আহত আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের কিশোর তামিম হোসেন গালিব ও ফরহাদ হোসেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল তিনে।

এ ঘটনায় পুলিশ উভয় গ্রুপের ছয়জনকে গ্রেপ্তার করেছে। শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রভাবশালী আখের ও সায়েম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে কৃষক সানোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হয় এবং উভয়গ্রুপের ২৯ জন আহত হয়। আহতদের মধ্যে ১৯ জনকে বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদের গত বুধবার বিকালে ঢাকায় নেয়ার পথে কিশোর গালিব মারা যায় এবং একই সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক ফরহাদ মারা যায়। এ ব্যাপারে নিহত সানোয়ার হোসেনের মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ১২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অপর দুইজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত