ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বানের পানিতে ডুবে রিফাত হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত রিফাত হোসেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ছেলে। গাজীপুরের একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করত রিফাত। রিফাতের চাচা আলাউদ্দীন জানান, রিফাত বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে থাকতো। সেখানে মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করত। ঈদ উপলক্ষে ১৫-২০ দিন আগে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে আসে সে। শুক্রবার সকালে বাড়ির সামনে বানের পানিতে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে যায় রিফাত। একপর্যায়ে পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে যায় এ মাদ্রাসা শিক্ষার্থী। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা পানিতে ডুবে যাওয়া রিফাতকে খুঁজতে থাকে। ঘণ্টাখানেক পরে খ্ুঁজে পেয়ে রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরুবী বলেন, হাসপাতালে আনার আগে রিফাতের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত