আসছে শেখ হাসিনা নারী ক্রিকেট

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে মেয়েদের আগ্রহ বাড়াতে এবং নারী ক্রিকেটার খুঁজে বের করতে আগেই মাঠে নেমেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। দেশজুড়ে শেখ হাসিনা বিভাগভিত্তিক নারী (অনূর্ধ্ব-১৫) টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে তারা। ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকার পর এবার বরিশালে নজর দিয়েছেন এই সংস্থাটির কর্তারা। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর বরিশাল বিভাগে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যার প্রস্তুতির অংশ হিসাবে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। বরিশাল বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মর্জিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ও টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী ফিরোজা করিম নেলী এবং ছয় জেলার কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

নেলী বলেন, ‘বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। তবে পিচ ও মাঠ ঠিক থাকলেও মেয়েদের আবাসনের জন্য ডরমেটরি সংস্কারের প্রয়োজন রয়েছে। তাই প্রস্তুতি সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘বরিশালের আগে অক্টোবরে রংপুর, নভেম্বরে সিলেট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এছাড়া খুব শিগগিরই চট্টগ্রামে এই টুর্নামেন্টের প্রস্তুতি সভা করব।’