বঙ্গবন্ধু সেতু-এলেঙ্গা মহাসড়কে যানজটে ভোগান্তি

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল

ঈদ-পরবর্তী যাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। তীব্র রোদে খোলা ট্রাক, পিকআপে কর্মস্থলে ফেরা মানুষজন বেশি বিপাকে পড়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সল্লা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এরপর একই সড়কের কামাক্ষা মোড় হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে পরিবহণ ধীরগতিতে চলাচল করছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপরও পরিবহণের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। এদিকে মহাসড়কে পরিবহণের সংখ্যা বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মজীবি মানুষজন পরিবার নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে মহাসড়কে পরিবহণের চাপ বেড়ে গেছে। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু পূর্ব ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কোথাও কোথাও ধীরগতিতে চলাচল করছে পরিবহণ। এতে এলেঙ্গা হতে সল্লা পর্যন্ত ৮কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরো ৫ কিলোমিটার অংশে পরিবহণ ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কে পুলিশের তেমন উপস্থিতি ও নজরদারী না থাকায় গাড়ির চালকরা বেপরোয়া এবং এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা হতে সেতু পূর্ব ১৩ কিলোমিটার দুই লেনের মহাসড়ক একমুখি করে দিলেও কোন কাজে আসছে না। সড়ক একমুখি থাকায় চালকরা দুই লেনের সড়কে ৬ লেন বানিয়ে গাড়ি চালাচ্ছে। এতে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হতে সেতু পূর্ব পর্যন্ত সড়ক একমুখি করায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহণগুলো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ফলে এই ২৯ কিলোমিটারের আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহণ চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে। এর আগে গত শনিবারও দিনভর মহাসড়কের এলেঙ্গা হতে সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটারে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। তবে রাত থেকে স্বস্তি মিললেও পরের দিন গতকাল সকাল থেকে আবারও যানজটের কবলে পড়েছে মহাসড়কটি। এদিকে মহাসড়কের পরিবহণের চাপ বাড়ায় সেতুতে টোল আদায় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে পরিবহণ পারাপার হয়েছে ৪৪ হাজার ১৮৯টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৩০০ টাকা।