ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠনের দাবি হুইপ কমলের

রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠনের দাবি হুইপ কমলের

সরকারি দলের হুইপ সাইমুন সরওয়ার কমল বলেন, মিয়ানমারে নিজেদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, তাতে কক্সবাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কক্সাবজারের মানুষও আতঙ্কিত হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ২০ হাজার কোটি টাকা সেনানিবাসের জন্য না দিতেন, তাহলে মিয়ানমার এতদিনে কক্সবাজার দখল করে ফেলত। এখন দরকার মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানো। আর এ জন্য বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করা। যাতে এ অঞ্চলের নিরাপত্তা বাড়বে। কক্সবাজারের যেসব মানুষ বিদেশি কারাগারে আছেন তাদের ফেরত নিয়ে আসতে হবে। গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের ওপর ভাষণে এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন। হুইপ বলেন, বিএনপি সরকারের বড় বড় বাজেট নিয়ে সমালোচনা করছে। কিন্তু তারা শেষ বারে ৬১ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল, তার মাত্র ৭০ ভাগ মাত্র বাস্তবায়ন করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের এবারের ৭ লাখ ৯৭ কোটি টাকার বাজেট নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে, গতবারের বাজেট ৮৭ শতাংশ বাস্তবায়িত হয়েছে। কমল আরো বলেন, কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। ঈদগাহ উপজেলা পরিষদ নির্মাণের দাবি, রামুকে পৌরসভা করার দাবি জানান হুইপ কমল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত