সিরাজগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় নারী নিহত

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনার কারণে মহাসড়ক এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচলে একেবারে ধীরগতি ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল সোমবার পঞ্চগড় থেকে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন আব্দুল ওয়াহিদের পরিবার। এ সময় ওই ব্রিজ এলাকায় প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে গৃহবধূ রওনকা পিংকি (৩৫) নিহত হয়েছে। সে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মধ্যেপাড়া গ্রামের আইনজীবী আব্দুল ওয়াহিদের স্ত্রী। এ ঘটনায় আহত স্বামীসহ কমপক্ষে চারজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করলে মহসড়কে কিছুটা যানজট হ্রাস পায়। কিন্তু মহাসড়কের উভয় লেনে ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে ধীরগতিতে চলছিল। বিকালের দিকে ঢাকালেন যানজটমুক্ত হলেও উত্তরবঙ্গ লেনে যানজট কাটেনি। এদিকে যানজট রোধে দিনভর পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং বিশেষ সিগন্যালে এখন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে বলে তিনি উল্লেখ করেন।