ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মা সেতুর দুই বছর

আয় দেড় হাজার কোটি টাকার বেশি

আয় দেড় হাজার কোটি টাকার বেশি

পদ্মা সেতু চালু হওয়ার দুই বছরে দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চালুর পর থেকে পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। যেখান থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি। সেতুমন্ত্রী বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হয়েছে। অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ইতোমধ্যে ছয় কিস্তিতে ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সপ্তম এবং অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুই দিন পর সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়। কাদের বলেন, ‘আজকের দিনটি ঐতিহাসিক দিন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের সোনালি ফসল। নিজের টাকায় এই সেতু নির্মাণ করে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত