ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রতারণার ফাঁদে নিঃস্ব প্রবাসী

প্রতারণার ফাঁদে নিঃস্ব প্রবাসী

রংপুরের মিঠাপুকুর উপজেলার মাঠেরহাট জামালপুর গ্রামের বিপুল মিয়া কুয়েত ও সৌদি আরব দূতাবাসের কর্মকর্তাদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হওয়া এবং প্রায় ১৭ কোটি টাকা আত্মসাৎ করার ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বিপুল মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। প্রবাসী বিপুল মিয়া লিখিত অভিযোগে জানান ২০০৪ সালে বাংলাদেশ থেকে বৈধভাবে কুয়েতে গিয়ে ২৩/৪/২৪ তারিখে কুয়েতের ওতাইবি কোম্পানিতে লাইট জেনারেল ওয়ার্কার হিসেবে মাসিক ৬০ ডিনার হিসেবে চাকরি করলেও কোম্পানিটি তাকে ৪৫ ডিনার প্রদান করত। পুরো টাকা বেতন না দেয়ায় অন্য কোম্পানিতে চাকরি করতে চাইলে তারা দিতে অস্বীকার করলে কুয়েতের আদালতে পাওনা আদায়ের জন্য মামলা দায়ের করলে আমাকে আমার পাওনা পরিশোধ করতে নির্দেশ দিলেও ওই কোম্পানি এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ষড়যন্ত্র করে আমার পার্সপোর্ট আটকে রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত