সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধনী) বিল উত্থাপন
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরো সক্রিয় করার লক্ষ্যে জাতীয় সংসদে আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪ উত্থাপিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্প বিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংসদে উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২০ সালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গবেষণাবৃত্তি (ফেলোশিপ) প্রদান ও ভাষাশিক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভাষা-গবেষণা ট্রাস্ট’ স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০’ সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা অর্জনের আন্দোলনের সূচনা করেন। তাই ভাষা গবেষণা ট্রাস্ট বঙ্গবন্ধুর নামেই হওয়া সমীচীন বিধায় খসড়া আইনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা-গবেষণা ট্রাস্ট’ নামকরণের প্রস্তাব করা হয়।