ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী প্রায় সাড়ে ৬ লাখ

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী প্রায় সাড়ে ৬ লাখ

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বোর্ডেও আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৬ হাজার ৩৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব সব ধরনের প্রস্তুতি সেরেছে শিক্ষাবোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান জানান, আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষাবোর্ড থেকে সেট কোড পাঠানোর পর কেন্দ্রে প্রশ্নপত্র খুলতে পারবেন। তিনি আরাে বলেন, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৩৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

এছাড়া ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করবে। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। কোনো কোনো পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৮৭টি কলেজ থেকে এক লাখ ছয় হাজার ৩৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর ২৭৯টি কলেজ থেকে এক লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ছিল। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। চট্টগ্রাম মহানগরসহ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ১৭৯ জন, যার মধ্যে ৩৪ হাজার ৯৭৯ জন ছাত্র আর ৪১ হাজার ২০০ জন ছাত্রী। শুধু মহানগরে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪৯২ জন, যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১৩৬ জন এবং ছাত্রী ১৯ হাজার ৩৫৬ জন। এছাড়া, কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৬৩ জন, যার মধ্যে ছাত্র ৫ হাজার ৫৭৪ এবং ছাত্রী ৭ হাজার ৮৮৯ জন। রাঙামাটিতে ৫ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬৬২ জন এবং ছাত্রী ৩ হাজার একজন। খাগড়াছড়িতে ৬ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১৬২ ও ছাত্রী ৩ হাজার ৫৬৫ জন। বান্দরবান জেলায় ৪ হাজার দুইজন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২ হাজার ৪৭ জন। মোট পরীক্ষাকেন্দ্র ১১৫টি। এর মধ্যে চট্টগ্রামে ৬৯টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি ও বান্দরবানে আটটি কেন্দ্রে পরীক্ষা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত