সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়মা গ্রামে ডির্ভোসের পরদিন গৃহবধূ প্রেমিকা পূর্ণিমা (১৮) আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। গভীর প্রেম ভালবাসায় বিয়ের পর এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গ্রামের মুঞ্জিলের ছেলে রাসেল হোসেনের (২৩) সঙ্গে প্রতিবেশী পূর্ণিমার গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এ ভালোবাসায় প্রায় ১ বছর আগে তারা বিয়ে করে। এ বিয়ে উভয় পরিবার মেনে না নেয়ায় বিরোধের সৃষ্টি হয়। এমনকি নবদম্পতির মধ্যে কলহবিরোধের সৃষ্টি হয় এবং এ নিয়ে একাধিক শালিস দরবার হয়েছে। গত মঙ্গলবার রাতে উভয় পরিবারের পক্ষ থেকে গ্রামের প্রধান ও লোকজন এক শালিস দরবারের আয়োজন করে। এ দরবারে স্বামী-স্ত্রীর অসম্মতি সত্ত্বেও দেড় লাখ টাকায় তালাকের মাধ্যমে স্ত্রীকে ডির্ভোস করানো হয় এবং ওইদিন রাতেই সে তার বাবার বাড়ি চলে আসে। ভালোবাসার মানুষকে অবশেষে না পেয়ে গত বুধবার দুপুরের দিকে পূর্ণিমা তার বাবার ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। পুলিশ বিকালের দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।