ভূরুঙ্গামারীতে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা-আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স?ার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১ হাজার ৫৫০ জন কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার ১০ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।