রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে রবির প্রশাসনিক ভবনে উপাচার্যের (ভিসি) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রবির ভিসি প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে এ কমিটির সম্মানিত সদস্য হিসেবে রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা ও অধিশাখা) জহুরুল ইসলাম (ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা-১) এসএম ইমরুল হাসান (ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন), রবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ার, রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) শিবলী মাহবুব উপস্থিত ছিলেন। এ সভায় রবির ভিসি বলেন, রবির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং রবীন্দ্র ভাবধারায় একটি আধুনিক গবেষণা ও উচ্চশিক্ষায়তন হিসেবে গড়ে তুলতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের সব সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও অঙ্গসমূহকে কার্যকর করার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়নের ধারা রচনা করতে পারলেই শিক্ষায়তনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এই নিরিখেই আজ রবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির ১ম সভার আয়োজন করা হয়েছে। রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির বিজ্ঞসদস্যগণ নানান বিষয়ে মতামত প্রদান করেন, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ধারাকে বেগবান করতে বিশেষ অবদান রাখবে বলে ভিসি অভিমত ব্যাক্ত করেন। সভা শেষে ভিসি রবির ওই কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন আজ আমরা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একটি সভা করলাম। আপনারা জেনে আনন্দিত হবেন রবির ৮ম বর্ষে পদার্পণ করলেও এটিই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা এবং শিগগিরই রবির সর্বোচ্চ সংবিধিবদ্ধ সংস্থা, সিনেটের প্রথম সভা আয়োজন করা হবে।