সিরাজগঞ্জের চাঞ্চল্যকর কোরবান আলী হত্যা মামলার নারীসহ ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর গ্রামের মৃত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬২), আব্দুল রাজ্জাকের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫) ও ছেলে আল কামা (১৮)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মো: উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিদের সাথে কোরবান আলী গংদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে গত ১৯ জুন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে কোরবান আলীকে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পরদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী মারা যায়। এ ব্যাপারে তার ভাতিজা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর অধিনায়ক মো: মারুফ হোসেন বিপিএম পিপিএম’র দিকনির্দেশনায় গত বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।