ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি

যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি

যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ওয়ার্ল্ড লার্নিং সংগঠনের গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিনা ইয়াসমিন প্রাপ্তি। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সামিনা ইয়াসমিন প্রাপ্তি যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ইউ ক্লেয়ার বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফল সেমিস্টারটি সম্পন্ন করবেন। যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগে আনন্দ প্রকাশ করে সামিনা ইয়াসমিন প্রাপ্তি বলেন, আমি অত্যন্ত উচ্ছ্বসিত এবং সম্মানিত যে আমি এমন একটা প্রোগ্রামে মনোনীত হয়েছি। এই যাত্রায় আমাকে শুরু থেকে সহযোগিতা করেছেন আমার বিভাগের রকিবুল ইসলাম স্যার, সাদিক হাসান শুভ স্যার ও আফরোজা ইসলাম লিপি ম্যাম। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমার স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের জন্য যেন সুনাম বয়ে আনতে পারি। শিক্ষার্থীর এমন অর্জনে অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থী সামিনা ইয়াসমিন প্রাপ্তির এমন একটি অর্জনের জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। তার আবেদন প্রক্রিয়ার শুরু থেকে আমাদের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং পরবর্তীতেও যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করবে। এমন সাফল্যের জন্য উপাচার্য স্যার সামিনা ইয়াসমিন প্রাপ্তি ও বিভাগের শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত