টানা ভারি বর্ষণ
উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি
কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৩ হাজারের পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টানা ৪ দিন মাঝারি ও ভারি বৃষ্টিপাতে উখিয়ার ৩০টি গ্রাম পানিতে তলিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে পড়েছে ৫০ হাজার মানুষ। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে গ্রামীণ সড়ক লন্ডভন্ড হয়েছে। কালভার্ট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা এবং পানের বরজ নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী পরিচালক তোফায়েল আহমদ গত ৫১ ঘণ্টায় কক্সবাজারে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২ জুলাই সকাল ৬টা থেকে ৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার, ৩ জুলাই সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় আরো ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তিনি জানান, আরও ২/৩ দিন বৃষ্টির পূর্বাভাস আছে। তবে পরিমাণ কমবে। এ বৃষ্টিতে পাহাড়ি ঢলে উখিয়ার ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম জানান, সমুদ্র উপকূলীয় ডেইলপাড়া, নম্বরিপাড়া ও ঘাটঘরপাড়ায় কয়েকশ’ পরিবার পানিতে আটকা পড়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের উখিয়া সভাপতি মোহাম্মদ নুর মোহাম্মদ শিকদার জানান, ৪ দিন ধরে প্রবল বর্ষণে ও পাহাড়ি ঢলে মাটির রাস্তা গুলো লন্ডভন্ড এবং কালভার্ট বিধ্বস্ত হওয়ায় যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে।