ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোটা বাতিল চেয়ে রবির শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা বাতিল চেয়ে রবির শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি রবির একাডেমিক ভবন-৩ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন, রবির শিক্ষার্থী হাসিব রানা, নাফিউর রহমান নাফি, সোহাগ হোসেন, জাকারিয়া জিহাদ, নাজমিন আরা প্রিয়া, জহির ও জাবের রহমান। বক্তারা বলেন, ৫ জুন কোটার পক্ষে হাইকোর্ট রায় দিয়েছেন। আমরা মনে করি, হাইকোর্টের এ রায়ে এ দেশের শিক্ষার্থীদের আশার প্রতিফলন ঘটেনি। কোটাব্যবস্থা আবার ফিরিয়ে আসা এ দেশের লাখ লাখ তরুণ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের সঙ্গে প্রহসন করা হচ্ছে। সেইসাথে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। কোটাপ্রথা বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত