ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর দাবিতে সুধী সমাবেশ

বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর দাবিতে সুধী সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের বিপরীতে সীমান্তের ইছামতি-কালীন্দি নদীর তীরে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর পোর্ট। প্রাচীন ঐতিহ্যবাহী পোর্টটি প্রায় ৭০ বছর আগে চালু ছিলো। একই স্থানে বসন্তপুর নদীবন্দর প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি। এক পর্যায়ে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার জনসভার স্থল থেকে ভার্চুয়ালি বসন্তপুর নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রস্তাবিত নদীবন্দরটি দ্রুত চালুর দাবিতে গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সময়ে বসন্তপুর পোর্ট এলাকায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (এমপি), সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আসনের সদস্য, সংরক্ষিত সংসদ সদস্য লাইলা পারভীন সেজুতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, বিআই ডব্লিউ টিএ-এর চেয়ারম্যান রাফিউল হাসান, স্বাগত বক্তব্য রাখেন বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, উপজেলা আলীগের সভাপতি মাস্টার নরিম আলী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত