ঢাবিতে কোটা আন্দোলন
শিক্ষার্থীকে ডিবেটিং ক্লাব থেকে বহিষ্কার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলমান কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় এবং ফেসবুকে এই আন্দোলন নিয়ে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনকে বহিষ্কার করেছেন ওই বিভাগের মুক্তিযুদ্ধ মঞ্চের শিক্ষক নেতা আ.ক.ম জামাল। গতকাল শনিবার বিকালে সমাজবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাবের ম্যাসেঞ্জার গ্রুপে মোশাররফ হোসাইনকে অব্যাহতি দিয়ে নতুন সাধারণ সম্পাদক হিসেবে সারাফ আফ্রো মৌকে দায়িত্ব দেওয়া হয়। ওই বিভাগের শিক্ষার্থীরা জানান, সমাজবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে জোরপূর্বক অব্যাহতি দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের শিক্ষক নেতা আ.ক.ম জামাল। মোশাররফের অপরাধ হলো তিনি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা বলেন, সবার উচিত সম্মিলিতভাবে মডারেটর পরিবর্তন ও নতুন সেক্রেটারিকে অনাস্থা জানিয়ে চেয়ার বরাবর অভিযোগ দাখিলসহ কেন্দ্রীয় বিতর্ক সংগঠনকে লিখিতভাবে অবহিত করা।