ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

প্রতিবাদে মানববন্ধন
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট থেকে আমগাঁও এলাকার প্রায় ৬ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে কয়েক গ্রামের মানুষ মদনপুর-জয়দেবপুর (এশিয়ান হাইওয়ে) রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় হাইওয়ে সড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

গত শুক্রবার দুপুরে মদনপুর-জয়দেবপুর (এশিয়ান হাইওয়ে) নয়াপুর বাজার এলাকায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট-আমগাঁও সড়কটি সংস্কারের কাজ গত বছরের অক্টোবর মাসে উদ্বোধন করেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা। এই রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাদিম এন্টারপ্রাইজের পরিচালক রাফিকুল ইসলাম নান্নু দীর্ঘ ১০ মাস ধরে সড়কটি খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখেন। রাস্তাটি কেটে রাখায় একটু বৃষ্টি হলেই খালে পরিণত হয়। এতে রোগীসহ মানুষ মারা গেলেও সড়কটি ব্যবহার করে লাশ নিয়ে কবরস্থানে যাওয়াও যায় না। তাই এই ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা বন্ধে এবং দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে হাইওয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এমন খবর পেয়ে তালতাল বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত