ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুয়েতে কমেছে গৃহকর্মী নিয়োগ ফি

কুয়েতে কমেছে গৃহকর্মী নিয়োগ ফি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন পদক্ষেপ অনুযায়ী, ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। ফিলিপিনো গৃহকর্মীদের ভ্রমণের টিকিটের অর্থও এই ফিতে অন্তর্ভুক্ত রয়েছে। তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকিটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি। এছাড়া ড্রাইভার বা বাবুর্চিদের মতো অন্যান্য গৃহকর্মী নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতের গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকিটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত