মাদক মামলায় যাবজ্জীবনসহ দুইজনের কারাদণ্ড
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবনসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার শাহ আলমের ছেলে মিন্টু শেখ (৪২) ও একই মহল্লার দানেজ শেখের ছেলে বাবু শেখ (৪১)। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই রায় দিয়েছেন। ওই আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালের ১৬ অক্টোবর রাতে ওই মহল্লায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থকে ৬৯ গ্রাম হেরোইন ও ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করে। এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত এ মামলা সাক্ষ্যগ্রহণ শেষে উল্লেখিত রায় দেন। এরই মধ্যে মিন্টু শেখকে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং অপর ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ মামলার বাবু শেখকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং অপর একটি ধারায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।