ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে অপহৃত শিশু ৬ মাস পর উদ্ধার

চাঁদপুরে অপহৃত শিশু ৬ মাস পর উদ্ধার

চাঁদপুরে ছয় মাস আগে অপহরণ হওয়া তিন বছর বয়সি এক কন্যাশিশুকে (পিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অপহৃতা শিশুকে ৬ মাস পর উদ্ধার করতে সক্ষম হয়েছে। শিশুটি সদর উপজেলার উত্তর বালিয়া এলাকা থেকে ছয় মাস আগে অপহরণ হয়। গতকাল পিবিআই চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই শিশু সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামের। মামলাটি তদন্তের কারণে পুরো পরিচয় তুলে ধরা হয়নি। পিবিআই চাঁদপুর জেলা কর্তৃক অপহরণ মামলার তিন বছর বয়সি কন্যাশিশুকে মামলার সূত্র ধরে গত শনিবার রাতে চাঁদপুরের সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মামলার ভিকটিম শিশু মাহিয়া আক্তার ছদ্মনাম গত জানুয়ারি মাসের ২২ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে চাঁদপুর উত্তর বালিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। এই মর্মে তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মামলা করেন। বাদীর ধারণা, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীদের সহযোগিতায় অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভিকটিমকে ঘটনাস্থল থেকে অপহরণ করে নিয়ে যায়। এই বিষয়ে চাঁদপুর সদর থানায় গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা হলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় পাঁচ মাস তদন্ত করার পরেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলে আদালত মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইকে মামলাটির ভিকটিম উদ্ধারপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ জানান, মামলাটি তদন্ত করেন পিবিআই উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত