শিক্ষার্থীদের গাছের চারা উপহার

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর এলাকার হাজী আব্দুল বারী উচ্চবিদ্যালয়ের সব শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে মোট সাড়ে তিনশ’ আম গাছের চারা উপহার দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ গাছের চারা রোপণ ও পরিচর্যাকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ বসবাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। যে কারণে বিরূপ প্রকৃতির সম্মুখীনের পাশাপাশি তাপপ্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। যেজন্য পরিবেশ রক্ষায় আরো সচেতন হতে হবে। না হয় ভবিষ্যতে প্রকৃতির রূপ আরো ভয়ংকর হতে পারে। বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া ফারিণ আশা বলেন, ‘গাছ পেয়ে আমরা অনেক খুশি। বাড়িতে গিয়ে নিজ হাতে এ গাছ রোপণ ও যত্ন করব।’ বিদ্যালয়ের অভিভাবক মো. মতিউর রহমান বলেন, হাজী আব্দুল বারী উচ্চবিদ্যালয়ে কর্তৃপক্ষ বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের যেভাবে গাছের চারা উপহার দিয়েছে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি শিক্ষার্থীরাও গাছ রোপণ ও পরিচর্যার গুরুত্ব অনুধাবন করতে পারবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা রহমান বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দিন দিন নানা কারণে আমাদের চারপাশ প্রায় গাছশূন্য হয়ে পড়ছে, যার ফলে আমরা বিভিন্ন পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। মাস দুয়েক আগে আমাদের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড রকমের তাপপ্রবাহ এবং নিম্নচাপ এরই উদাহরণ। তাই যারা গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করবে তাদের পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান প্রধান শিক্ষক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. তাহমীনা বেগম বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, পশুপাখিকে আশ্রয় দেয়, পরিবেশ ঠান্ডা রাখে, প্রাকৃতিক সুরক্ষা দেয়, ফল-ফুল দেয়, পারিপার্শ্বিক শোভা বৃদ্ধি করে। এরকম নানা সুফল দিয়ে থাকে। তাই ভালোভাবে বাঁচার জন্য গাছ অনেক প্রয়োজনীয়। সেজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে এবার একটি করে আম গাছ উপহার দেওয়া হয়। পরবর্তীতে এভাবে আরো অন্যান্য প্রজাতির গাছ উপহার দেওয়া হবে।