ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

চাঁদপুর-হাইমচর সড়কে দুর্ঘটনায় সিএনজিচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। নিহত কিশোররা হলো, মো. সাইফুল ইসলাম ও শাহীন খান। ঘটনাটি ঘটেছে, চাঁদপুর হাইমচর সড়কের হাইমচর উপজেলার হরিণা-ভাটিয়ালপুর সড়কে জব্বার ঢালির দোকানের নিকটে। নিহত সাইফুলের বাড়ি হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের নয়ানী লক্ষ্মীপুর গ্রামে। সে এ গ্রামের দ্বীন মোহাম্মদ খানের ছেলে। নিহত শাহীন খান একই গ্রামের নূরুল ইসলাম খানের ছেলে। সাইফুল হাইমচর উপজেলার বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। নিহত শাহীন খান হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুর ১টায় নিহত দুই বন্ধু চাঁদপুর পাসপোর্ট নেয়ার জন্য আসে। পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে দুপুরে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি দোকানের কাছে মেইন সড়কে মোটরসাইকেল স্লিপ কেটে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম ও শাহীন খানকে একটি সিএনজি এসে চাপা দেয়। এ সময় যুবক সাইফুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং শাহীন খান নামে অপর কিশোরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাইফুলকেও মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত শাহীন খানকে ঢাকা রেফার করলে সে পথি মধ্যে মারা যায়। তারা দুইজন মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালের আরএম ও বিপ্লব দাস জানিয়েছেন একজনের ঘটনাস্থলে মৃত্যু হয় অপরজন গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত