রাজধানীতে পৃথক ঘটনায় তিন ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের শাহআলী বাগ ধানখেতের মোড়ের একটি বাসা থেকে নয়ন খান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, নিহত নয়ন খান মানসিকভাবে হতাশাগ্রস্ত। তিনি ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ উপজেলার মৃত শাহিন খানের ছেলে নয়ন। তিনি মিরপুরে পরিবারের সঙ্গে থাকতেন। চাকরি না থাকায় তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। অন্যদিকে মিরপুর চিড়িয়াখানা লেক থেকে স্থানীয়দের সংবাদে শাহআলী থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, স্থানীয়দের সংবাদে অজ্ঞাত পুরুষ (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করত। মানুষের কাছে চেয়ে খাবার খেত। তবে তার কোনো পরিচয় কেউ বলতে পারে না। অপরদিকে রাজধানীর যাত্রাবাড়ী পাইকারি ফলের বাজারের সামনের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মৃতদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তার বয়স আনুমানিক (৫২) বছর। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ভবোতোষ জানান, নিহত ব্যক্তির পরিচয় কেউ বলতে পারেন না। তিনি ভবঘুরে ভাসমান লোক বলে ধারণা করা হচ্ছে।