সিরাজগঞ্জে ক্যান্সার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র যৌথ উদ্যোগে দিনব্যাপী নারীদের স্তন ক্যান্সার শনাক্তকরণ ও ক্যান্সার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় তিনি বলেন, ফাউন্ডেশন হার্টের চিকিৎসার পাশাপাশি সিরাজগঞ্জের মানুষের সুবিধার জন্য নিয়মিত বিভিন্ন বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহারের জায়গায় শিগগিরই হার্টের পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাসলিমা বেগম, ডা. তুনাজ্জিনা আশরাফ তিশা, ডা. মির্জা তাসনিম ও ডা. সানজিদার তত্ত্বাবধানে ক্যাম্পে ২৫০-এর অধিক বিভিন্ন বয়সি নারীদের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন (ঈইঊ) করা হয় এবং ৫০টির অধিক আল্ট্রাসনোগ্রাম করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুকী, বিএমএ সিরাজগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জহুরুল হক রাজা, ডা. আকরামুজ্জামান, ডা. মো. জাহিদুল ইসলাম হীরা, ডা. ওয়ালিউল ইসলাম, ডা. মাহবুবুল আলম ফারুক, অ্যাডভোকেট রজব আলী, অ্যাডভোকেট রিমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।