ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষের অভিযোগ

দুই আসামির জামিন
বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষের অভিযোগ

হাইকোর্টের বিচারপতির আতোয়ার রহমানের নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উচ্চ আদালতের দুই কর্মচারীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শুক্রবার আসামিদের আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া দুই আসামি হলেন, এমএলএসএস আব্দুর রশিদ ও মো. হাফিজ। এদিন আসামিদের পক্ষের আইনজীবী মো. আল আমিন জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। গত বুধবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। রাতেই বিচারপতি আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৭ নম্বর আদালতের বিচারপতি আতোয়ার রহমান ও আলী রেজার বেঞ্চের এমএলএসএস রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস হাফিজ একটি মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত