ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গুতে ৫ দিন পর একজনের মৃত্যু

হাসপাতালে আরো ৭৫
ডেঙ্গুতে ৫ দিন পর একজনের মৃত্যু

দেশে পাঁচ দিন পর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শনিবার জানিয়েছে, নতুন করে ঢাকা দক্ষিণ সিটির এক নারী ডেঙ্গুতে মারা গেছেন। এর আগে গত ৮ জুলাই একজনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গুতে গত একদিনে একজনের মৃত্যু ছাড়াও আক্রান্ত ৭৫ জন হাসপতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১১ জনে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ৫৭ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ময়মনসিংহ বিভাগে তিনজন, খুলনা বিভাগে সিাতজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে সাতজন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ৩৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১৭৪ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ১৬২। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। জুলাইয়ের ১৩ দিনে ৭৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত